বন্দরনগরী চট্টগ্রামের লালখান বাজারে বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রীর ব্র্যান্ড পুমার নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে এটি পুমার চতুর্থ বিক্রয়কেন্দ্র। ২০১৯ সালে শিল্প গ্রুপ ডিবিএলের হাত ধরে দেশে পুমার যাত্রা শুরু হয়। চট্টগ্রামে নতুন বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদেরসহ ডিবিএল ও পুমা ব্র্যান্ডের শীর্ষ কর্মকর্তারা।
পুমার বিক্রয়কেন্দ্র উদ্বোধন করে সাকিব আল হাসান বলেন ‘পুমার মতো বিশ্বমানের ব্র্যান্ড চট্টগ্রামে যাত্রা শুরু করেছে, এটা চট্টগ্রামবাসীর জন্য খুবই আনন্দের ব্যাপার। আমি মনে করি, আমার মতো তারাও পুমা ব্র্যান্ডের পণ্যগুলো পছন্দ করবে।’
ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, ‘ঢাকার পর চট্টগ্রামের প্রাণকেন্দ্র লালখান বাজারে পুমার বিক্রয়কেন্দ্র চালু করতে পেরে আমরা আনন্দিত। দেশের মানুষকে আন্তর্জাতিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের অভিজ্ঞতা দেওয়ার যে ইচ্ছা আমাদের, সে লক্ষ্যেই হাঁটছে ডিবিএল। আমরা আশাবাদী, ঢাকার পর চট্টগ্রামের মানুষদেরও পুমার সেরা পণ্যগুলোর অভিজ্ঞতা দিতে পারব। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরগুলোতেও পুমার বিক্রয়কেন্দ্র চালু করার পরিকল্পনা আছে আমাদের।’
প্রসঙ্গত, রুডলফ ড্যাজলার নামের এক জার্মান ১৯৪৮ সালে পুমা ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ১২০টির বেশি দেশে জনপ্রিয়তা আর সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে পুমা।