ডিজিটাল পদ্ধতিতে দেওয়া যাবে ফুটপাতে কেনাকাটার বিল

ডিজিটাল পদ্ধতিতে দেওয়া যাবে ফুটপাতে কেনাকাটার বিল

ফুটপাতে কেনাকাটা, চা-নাশতা ও ঝালমুড়ির মূল্য পরিশোধ থেকে শুরু করে জুতা পলিসের বিলও এখন দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে। বাংলাদেশ ব্যাংক স্থাপিত ‘বাংলা কিউআর’-এ যুক্ত যে কোনো ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্টধারী অ্যাপ থেকে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ১২শ দোকানে এ ব্যবস্থা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ উদ্যোগ ছড়িয়ে দিতে চায় বাংলাদেশ ব্যাংক।

এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ডেপুটি গভর্নরসহ অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। এ ব্যবস্থায় যুক্ত ব্যাংকগুলো হলো ডাচ্‌-বাংলা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট, দ্য সিটি, পূবালী, ইউসিবি, ওয়ান, ইস্টার্ন, ব্যাংক এশিয়া ও এবি ব্যাংক।

Leave a Reply