আমেরিকার তৈরি আরও একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উড়োজাহাজটি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে।
বিমান বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমেরিকার তৈরি ৫টি অত্যাধুনিক সি-১৩০জে পরিবহন উড়োজাহাজে জন্য যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সাথে ক্রয় চুক্তি এবং মার্শাল এরোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপের সাথে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। এরমধ্যে ৫ম উড়োজাহাজটি যুক্তরাজ্য থেকে বিমান বাহিনীর নিজস্ব বৈমানিকের ফেরী মিশনের দেশে আসে। মিশনের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ।
যাত্রাপথে উড়োজাহাজটি আনতালিয়া (তুরস্ক) ও মাসকাটে (ওমান) যাত্রাবিরতি করে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।