ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) কারিগরি উন্নয়নের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সব ধরনের কার্ড সেবা, এটিএম বুথসহ ই- ব্যাংকিং কার্যক্রম ২ ঘণ্টা বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের এ তথ্য জানানো হয়েছে।
গ্রাহকদের ইউসিবি জানায়, কারিগরি উন্নয়নে জরুরি কর্যক্রম পরিচালনার জন্য শুক্রবার ২৭ অক্টোবর রাত ২টা থেকে ৪টা পর্যন্ত (বৃহস্পতিবার দিন শেষে রাতে) সব ধরনের কার্ড সেবা, এটিএম বুথ, সিআরএম, পিওএস ও ই-কমার্স, পেমেন্টে ও ফান্ড ট্রান্সফার বন্ধ থাকবে।