উপশাখার অন্তত ৬০ শতাংশ খুলতে হবে গ্রামে

উপশাখার অন্তত ৬০ শতাংশ খুলতে হবে গ্রামে

এখন থেকে একটি ব্যাংকের উপশাখার অন্তত ৬০ শতাংশ খুলতে হবে গ্রামে। যার অবস্থান হবে মূল শাখার অন্তত এক কিলোমিটার দূরে। আর শাখা, উপশাখা বা এটিএম বুথের ভাড়া চুক্তির অন্তর্বর্তী মেয়াদে তিন বছরে সর্বোচ্চ একবার ১৫ শতাংশ ভাড়া বাড়ানো যাবে। গতকাল ব্যাংকের ব্যবসায়িক কেন্দ্র স্থাপনের নীতিমালায় এসব বিষয় যুক্ত করা হয়েছে। বিভিন্ন সময়ে দেওয়া নির্দেশনা সংশোধন, সংযোজন ও একীভূত করে এ মাস্টার সার্কুলার জারি করা হয়েছে।

আগের নির্দেশনায় উপশাখা খোলার ক্ষেত্রে গ্রামীণ এলাকায় অগ্রাধিকারের কথা বলা হলেও সুনির্দিষ্ট করা ছিল না। আর শহর এলাকা বলতে এখন থেকে কেবল সিটি করপোরেশন ও ‘ক’ শ্রেণিভুক্ত পৌরসভা এলাকায় স্থাপিত শাখাকে বোঝাবে। আগের নির্দেশনায় সব মেট্রোপলিটন এলাকা, সিটি করপোরেশন ও ‘ক’ শ্রেণিভুক্ত পৌরসভায় স্থাপিত শাখা শহর শাখা বিবেচনা করা হতো।

এটিএম বুথ স্থাপনের ক্ষেত্রে আগের মতোই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে না। তবে বুথ স্থাপনের ১৫ দিনের মধ্যে জানাতে হবে। এ ছাড়া একটি জায়গায় একক বুথের জন্য সর্বোচ্চ ১০০ বর্গফুট পরিসর এবং একাধিক হলে আনুপাতিক হারে স্পেস ভাড়া নেওয়া যাবে। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে শাখার জন্য প্রযোজ্য নির্দেশনা মানতে হবে।

আগের নির্দেশনায় যে কোনো স্থাপনা ভাড়া নেওয়ার ক্ষেত্রে চুক্তির মেয়াদ নির্বিশেষে অনধিক ৩৬ মাসের অগ্রিম দেওয়ার সুযোগ ছিল। তবে নতুন নির্দেশনায় অগ্রিম হিসেবে ভাড়ার মেয়াদ চার বছর পর্যন্ত হলে সর্বোচ্চ ১২ মাসের ভাড়া, ৪ বছরের বেশি তবে ৯ বছরের কম হলে সর্বোচ্চ ২৪ মাসের ভাড়া এবং ৯ বছরের বেশি হলে সর্বোচ্চ ৩৬ মাসের ভাড়া দেওয়া যাবে।

নতুন ব্যবসা কেন্দ্র স্থাপন ও বিদ্যমান ব্যবসা কেন্দ্র স্থানান্তরের ক্ষেত্রে আইটি সরঞ্জাম ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়া অন্যান্য খাতে প্রতি বর্গফুটের জন্য সর্বোচ্চ ব্যয়সীমা বাড়িয়ে ২ হাজার টাকা এবং ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা বিদ্যুতের পাশাপাশি সৌর বিদ্যুৎ স্থাপনে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

Leave a Reply