নির্বাচন কমিশন (ইসি) থেকে আগেই জানানো হয়েছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প ১৫ জানুয়ারির মধ্যে পাস না হলে বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) একনেক সভায়ও তোলা হয়নি প্রকল্পটি। ফলে এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
প্রকল্পটির বিষয়ে একনেক পরবর্তী ব্রিফিংয়ে ইভিএম প্রকল্পটি একনেক তালিকায় ছিল কি-না? এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান বলেন, ‘এটা তালিকায় ছিল না। এটা আইন অনুযায়ী প্রক্রিয়াধীন। যদি এটা অনুমোদন না হয় তবে সংশ্লিষ্টরা দেখবেন। এটা আমার আওতায় নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইভিএম নিয়ে জানতে চাননি বলে উল্লেখ করা হয় মন্ত্রীর ব্রিফিংয়ে।
জানা গেছে, আরও দুই লাখ ইভিএম কেনার জন্য আট হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে প্রকল্পটি এখনও অনুমোদন দেয়া হয়নি। বর্তমানে প্রকল্পের ব্যয় নিয়ে বিশ্লেষণ করছে পরিকল্পনা মন্ত্রণালয়।