যেসব যাত্রী ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এমিরেটসে দুবাই বা ভায়া দুবাই ভ্রমণ করবেন, তাদের জন্য ‘মাই এমিরেটস উইন্টার পাস’ অফার ঘোষণা করেছে এয়ারলাইনটি। বোর্ডিং পাস এবং সঙ্গে একটি বৈধ পরিচয়পত্র দেখিয়ে যাত্রীরা দুবাই এবং ইউএই’র বিভিন্ন রেস্টুরেন্ট, বিলাসবহুল স্পা, নামিদামি স্টোর, প্রাইভেট পুল এবং বিচসহ বিভিন্ন স্থানে ডিসকাউন্ট সুবিধা পাবেন। এ ছাড়া বিভিন্ন পর্যটন স্থানের ক্ষেত্রেও থাকছে আকর্ষণীয় অফার। এসব স্থানের মধ্যে রয়েছেÑএট দ্য টপ বুর্জ খলিফা, আটলান্টিস দ্য পাম-এ একুয়াভেঞ্চার ওয়াটার পার্কসমূহ, আইএমজি ওয়ার্ল্ডস অব অ্যাডভেঞ্চার, দুবাই পার্কস অ্যান্ড রিসোর্টস। সাইট সিইংসহ অন্যান্য পর্যটন কার্যক্রম। বিজ্ঞপ্তি
