ক্রোয়েশিয়া থেকে দুটি ব্র্যান্ড তুলে নিল কোকা কোলা

ক্রোয়েশিয়া থেকে দুটি ব্র্যান্ড তুলে নিল কোকা কোলা

ক্রোয়েশিয়া থেকে সাময়িকভাবে দুটি ব্র্যান্ড তুলে নিল কোকা কোলা এইচবিসি। এই সময়ের জন্য ক্রোয়েশিয়ায় বাজারে দুই ব্র্যান্ডের কোমল পানীয় বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর: রয়টার্স।

ক্রোয়েশিয়ার কয়েকজন ক্রেতা অসুস্থ হয়ে পড়ায় কর্তৃপক্ষ মনে করছে, কোকা কোলা পানের কারণে এটি হয়ে থাকতে পারে। পানীয়গুলো সমস্যা সৃষ্টি করছে কি না, তা খতিয়ে দেখছে সরকার। এর আগে ক্রোয়েশিয়ার স্টেট ইন্সপেকশন অফিস কোকা কোলা এইচবিসির স্থানীয় শাখাকে কোকা কোলা অরিজিনাল টেস্ট ৫০০ মিলিলিটারের একটি ব্যাচ প্রত্যাহারের নির্দেশ দেয়।

কোকা কোলা এক বিবৃতিতে জানিয়েছে, তারা রোমারকেল ইমোশন ব্লুবেরি পমগ্র্যানেট ৩৩০ মিলিলিটারের একটি ব্যাচও প্রত্যাহার করছে। কোম্পানিটি আরও বলেছে, তাদের অভ্যন্তরীণ বিশ্লেষণে কোনো পণ্যে অনিয়ম পাওয়া যায়নি। তবে সরকারি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা ব্যাচগুলো প্রত্যাহার করছে।

অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী শহর রিজেকার একজন যুবক সপ্তাহের শেষ দিকে রোমারকেল ইমোশন ড্রিংক পান করে গলার সমস্যায় পড়েন।

ক্রোয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোস জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এইচআরটিকে তিনি বলেন, কোকা কোলা পানের পর আরও ১৩ জনের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।

তিনি আরও জানান, শুধু রিজেকার ওই ব্যক্তি গুরুতর অসুস্থ হয়েছেন। বাকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

স্টেট ইনসপেকশন অফিস এক বিবৃতিতে বলেছে, রোমারকেল ইমোশন ড্রিংকের নমুনা পরীক্ষাগারে নেয়া হয়। পরে গত বুধবার জানানো হয়, এর অ্যাসিডিটির মাত্রা, ধাতুর পরিমাণ, কীটনাশক, অ্যাডিটিভস প্রভৃতি পরীক্ষা করা হয়েছে।

তবে রেগুলার কোকা কোলার নমুনা পরীক্ষা এখনও শেষ হয়নি বলে জানায় ইন্সপেকশন অফিস।

কোকা কোলা এইচবিসি এক বিবৃতিতে বলেছে, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।

Leave a Reply