জেট্রো ও আইসিটি বিভাগ স্টার্টআপ বিকাশে একযোগে কাজ করবে

জেট্রো ও আইসিটি বিভাগ স্টার্টআপ বিকাশে একযোগে কাজ করবে

জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো) উদ্ভাবন ও স্টার্টআপ বিকাশে আইসিটি বিভাগের সঙ্গে কাজ করতে আগ্রহী। গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে বাংলাদেশ এবং জাপানের বন্ধুত্বের ৫০ বছর উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক বৈঠকে জেট্রো প্রেসিডেন্ট কাজুশিজে নবুতানি এ কথা বলেন। অনুষ্ঠানে জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় বক্তব্য দেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের রণজিৎ কুমার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থানা পরিচালক ডা. বিকর্ন কুমার ঘোষ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Leave a Reply