ডিএসইর পরিচালক হলেন রিচার্ড ডি’ রোজারিও

ডিএসইর পরিচালক হলেন রিচার্ড ডি’ রোজারিও

সোমবার (২৭ নভেম্বর) ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৪ অক্টোবর ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান এবং মোহাম্মদ এ হাফিজ।

শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন গত ৭ নভেম্বর তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, গতকাল (২৬ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। আলোচ্য সময়ের মধ্যে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাতে মনোনয়নপত্র দাখিল করা ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

প্রসঙ্গত, ডিএসইর পরিচালনা পর্ষদের শূন্য পদে নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Leave a Reply