সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর দৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে শেয়ারপ্রতি দর বেড়েছে ২৯ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৮ শতাংশ।
দরবৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ারদর আগের তুলনায় ৭ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর। আজ কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ৭ দশমিক ১৩ শতাংশ।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, রিয়েলাইন্স ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসইতে মোট ৩৪১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮০ কোম্পানির। দরপতন হয়েছে ৯৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।