বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (২৮ অক্টোবর) টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোটটি অবমুক্ত করবেন। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক একটি ৫০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১১টায় ওই উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। পরের দিন রোববার (২৯ অক্টোবর) থেকে স্মারক নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি চট্টগ্রাম অফিসে এবং পরবর্তীকালে অন্যান্য শাখা অফিস ও টাকা জাদুঘরে পাওয়া যাবে।