যাচাইয়ের মাধ্যমে ঘরে বসেই মিলবে বে এম্পোরিয়ামের জুতা

যাচাইয়ের মাধ্যমে ঘরে বসেই মিলবে বে এম্পোরিয়ামের জুতা

ন্যূনতম মূল্যে মানসম্মত ভোগ্যপণ্য ও নানারকম সেবা ঘরে ঘরে সরবরাহ করে যাচ্ছে, ই-কমার্স প্ল্যাটফর্ম যাচাই ডট কম। দৈনন্দিন বাজার, ই-লার্নিং কিংবা বিনোদনের নানান অনুষঙ্গ; সময়োপযোগী সব অফারের মাধ্যমে স্বল্প সময়ে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করেছে যাচাই। ভোক্তাদের চাহিদা বিবেচনায় গতকাল রাজধানীর হাজারীবাগে বে এম্পোরিয়ামের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয় যাচাই ডট কম। বে এম্পোরিয়ামের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আক্তার আজিজ এবং যাচাই ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চুক্তি স্বাক্ষর করেন।

Leave a Reply