সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেল সিঙ্গার ওয়াশিং মেশিন

সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেল সিঙ্গার ওয়াশিং মেশিন

২০২৩-২৪ সেশনের জন্য ‘সুপারব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেল সিঙ্গার ওয়াশিং মেশিন। সুপারব্র্যান্ডস সেই সব ব্র্যান্ডকে স্বীকৃতি দেয়, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের গ্রাহকদের কাছে মানসম্পন্ন পণ্য এবং পরিষেবা প্রদানের মাধ্যমে ভোক্তাদের মনে আস্থা তৈরি করে।

১১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ড ফোরাম আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সুপারব্র্যান্ড’–এর ঘোষণা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের অধ্যাপক ও পরিচালক মোহাম্মদ আবদুল মোমেনের কাছ থেকে ‘সুপারব্র্যান্ড’ ক্রেস্ট গ্রহণ করেন সিঙ্গার বাংলাদেশের বিপণন পরিচালক চন্দনা সামারাসিংহে এবং বিক্রয় পরিচালক কাজী রফিকুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রেস্ট গ্রহণ শেষে চন্দনা সামারাসিংহে বলেন, ‘এই স্বীকৃতির জন্য আমরা সুপারব্র্যান্ডকে ধন্যবাদ জানাই। এটি আমাদের আগামী বছরগুলোয় নতুন পণ্য ও প্রযুক্তিতে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করবে এবং বাংলাদেশি গ্রাহকদের আরও ভালো পণ্য সরবরাহ করতে সাহায্য করবে।’

সামারাসিংহে আরও বলেন, সিঙ্গার ওয়াশিং মেশিনের এই সুপারব্র্যান্ড স্বীকৃতি প্রমাণ করে, বাংলাদেশের ভোক্তারা সিঙ্গারকে বিশ্বাস করেন এবং সিঙ্গার ওয়াশিং মেশিনকে লাইফস্টাইল সমাধান হিসেবে গ্রহণ করেছেন।

উল্লেখ্য, সুপারব্র্যান্ডস একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডকে যথাযোগ্য স্বীকৃতি ও বিশেষভাবে আখ্যায়িত করার লক্ষ্যে বিশ্বের ৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ‘ব্র্যান্ড কাউন্সিল’–এর মূল্যায়নের মাধ্যমে ‘সুপারব্র্যান্ড’ নির্ধারিত হয়। কাউন্সিলটি মানদণ্ড হিসেবে পাঁচটি বিষয়কে বিবেচনা করে—ব্র্যান্ড হেরিটেজ, ব্র্যান্ড রেলিভেন্স ইন ক্যাটাগরি, পারসিভড কোয়ালিটি, পারসিভড পারফরমেন্স এবং টপ অব মাইন্ড অ্যাওয়ারনেস। বিভিন্ন ইন্ডাস্ট্রির শুধু শীর্ষ ব্র্যান্ডগুলো খুঁজে বের করার জন্য বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

Leave a Reply