সূচকের পতন হলেও ১০০ কোটি টাকার লেনদেন বেড়েছে ডিএসইতে

সূচকের পতন হলেও ১০০ কোটি টাকার লেনদেন বেড়েছে ডিএসইতে

নিজস্ব প্রতিবেদকদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। তবে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় ১০২ কোটি টাকা বেড়ে মোট লেনদেন ৬৯০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ছয় হাজার ২৫৫ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৭ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ কমে এক হাজার ৩৬০ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে দুই হাজার ২০৪ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬৯২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ১২ কোটি ১৭ লাখ ৪০ হাজার ৮১৭টি শেয়ার এক লাখ ৮৪ হাজার ৮২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত ছিল ১৮৫টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৮ কোটি ৫৫ লাখ, মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের ২৫ কোটি ৩১ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ২৩ কোটি ৬২ লাখ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ২০ কোটি ৪৬ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের ২০ কোটি ১৪ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৬ কোটি ৭৫ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৬ কোটি ৭১ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ৪৪ লাখ এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৩৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৩২ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের ৭ দশমিক ৩১ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ২৭ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ২২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৮৮ শতাংশ, নর্দান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৭৮ শতাংশ এবং মেট্রো স্পিনিং লিমিটেডের ৫ দশমিক ২২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৩ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে ১১ হাজার ৫৯ দশমিক ১২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে ১৮ হাজার ৪৫৪ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত ছিল ৮৮টির দর। গতকাল সিএসইতে মোট ৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১১ কোটি ৪৪ লাখ টাকা।

Leave a Reply