এই ফেয়ারে গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান হচ্ছে উইকন প্রপার্টিজ এবং আরএকে সিরামিকস্ বাংলাদেশ। অন্যান্য কো-স্পন্সর প্রতিষ্ঠান
সেনা কল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টস লি.
# ফিনলে প্রপার্টিজ লি.
# এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড
# এপিএল হোল্ডিংস লি.
# সাইন ম্যাট্রিক্স বিল্ডার্স লি.
# পূর্বাচল প্রবাসী পল্লী লি.
# সাফ হোল্ডিংস লি.
# স্যানমার প্রপার্টিজ লি.
# সি এ প্রপার্টি ডেভেলপমেন্ট লি.
# এপিক প্রপার্টিজ লি.
# র্যাংকস এফসি প্রপার্টিজ লি.
# মুনতাসির লিভিং লি.
# ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লি.
# জুমাইরাহ হোল্ডিংস লি.
# সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লি.
# কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রডাক্টস লি.
বিল্ডিং ম্যাটেরিয়ালস এ কো-স্পন্সর হিসেবে রয়েছে ইকো ফ্রেন্ডলি গ্রিন ব্রিকস লি. । এছাড়া ইনফরমেশন বুথ, এন্ট্রি টিকিট ও টিকিট কাউন্টারের স্পন্সর আছে সেম ইউপিভিসি। ফেয়ারে ৪ দিন হোটেল ডিমো’র সৌজন্যে থাকছে বান্দরবান ও সাজেক ভ্রমণের আকর্ষণীয় র্যাফল ড্র পুরস্কার। এন্ট্রি গেট ও ইনফরমেশন বুথ এর স্পন্সর হয়েছে সেম রেডিমিক্স কনক্রিট লি, মিডিয়া কর্নারের স্পন্সর হয়েছে ডিউ গ্রুপ।
ঘোষণা
মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য র্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল, অপরটি মাল্টিপল। সিঙ্গেল প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে মেলার সময় দর্শনার্থী ৪ বার প্রবেশ করতে পারবেন।