ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে। তবে দৈনিক গড় লেনদেন ২০ দশমিক ৭৮ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৩৫ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৬ হাজার ২৯৬ দশমিক ২৬ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৬ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়ে এক হাজার ৩৭৪ দশমিক ৫৪ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ২২ দশমিক ০৯ পয়েন্ট বা এক শতাংশ বেড়ে দুই হাজার ২৩০ দশমিক ৭০ পয়েন্টে স্থির হয়। মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ২০৫টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৩টির। দৈনিক গড় লেনদেন হয় ৬১০ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৫২৩ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৭৭০ কোটি ১০ লাখ ৪২ হাজার ২২২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ২০ দশমিক ৭৮ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে, যা শতাংশের হিসেবে ২০ দশমিক ৭৮ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৯৪ লাখ ৪২ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ০৫ শতাংশ। ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ২৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৭ কোটি ৯১ লাখ ৭ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৯ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টাকা। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ১৩ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৩ কোটি ৯০ লাখ ৩৯ হাজার টাকা। পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ দশমিক ০১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১২ দশমিক ৪৭ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ দশমিক ২১ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ দশমিক ৮৬ শতাংশ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ দশমিক ৫৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৩৪৩টি শেয়ার ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৭ দশমিক ২২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর দশমিক ৯৮ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৯৯ লাখ ২৯ হাজার ৪৩টি শেয়ার ১২৯ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ২৫ শতাংশ। সপ্তা ড়ে শেয়ারটির দর ৩ দশমিক ৫৮ শতাংশ কমেছে।