নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের (বিডি ল্যাম্পস) পরিচালনা পর্ষদ তাদের বর্তমান কারখানায় নতুন একটি প্রডাকশন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
প্রাপ্ত তথ্যমতে, অ্যাকসেসরিজ উৎপাদনের জন্য নরসিংদীতে অবস্থিত কোম্পানিটির বিদ্যমান কারখানায় নতুন একটি প্রডাকশন লাইন স্থাপন কর হবে। এতে তাদের ব্যয় হবে তিন কোটি ২০ লাখ টাকা। আর এই অর্থ ব্যাংকঋণের মাধ্যমে জোগান দেয়া হবে বলে কোম্পানিটি জানিয়েছে। তবে তাদের এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রতি বছর নেট বিক্রির পরিমাণ দাঁড়াবে ২১ কোটি ৯৪ লাখ টাকা। অন্যদিকে নেট মুনাফা প্রায় ৪৪ লাখ টাকা হবে বলে প্রত্যাশা করছে কোম্পানির পর্ষদ।
এদিকে কোম্পানিটি তাদের চলতি ২০২২-২৩ হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৪ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল তিন টাকা ১৫ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় তাদের ইপিএস কমেছে এক টাকা ১৪ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে বা প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৫১ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪২ পয়সা। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ইপিএস কমেছে ৯১ পয়সা। এদিকে ৩১ ডিসেম্বর, ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৬৫ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ৫৮ পয়সা (ঘাটতি), আগের বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৩২ পয়সা। মূলত অর্থায়ন ব্যয় এবং কাঁচামালের দাম বাড়ায় কোম্পানিটির ইপিএস কমেছে বলে কোম্পানিটি জানিয়েছে।
১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৮৬ কোটি ১৫ লাখ টাকা। মোট ১ কোটি ২৬ হাজার ৫৫১ শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৬১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে দশমিক ৫ দশমিক ৫৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি দশমিক ৩২ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ এবং সাত শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সা।