সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা বা ৭ দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি এদিন ডিএসইতে দরপতনের সর্বোচ্চ স্থানে উঠে এসেছে।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস। কোম্পানিটির শেয়ারদর আজ ৭ টাকা ৬ পয়সা বা ২ দশমিক ৯২ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের শেয়ারদর কমেছে ৭ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৬০ শতাংশ।
বুধবার দরপতন তালিকার শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিকস, আইটি কনসালটেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, হাক্কানি পাল্প, প্রাইম টেক্সটাইল, সাফকো স্পিনিং এবং আরামিট।